[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

তারেক রহমানকে বরণে ৩০০ ফিটে প্রস্তুত মঞ্চ, শতশত নেতাকর্মীর ভিড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২২

সংগৃহিত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার কথা রয়েছে। তাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিশাল মঞ্চ তৈরি করেছে দলটি। মঞ্চকে কেন্দ্র করে ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড-পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। বুধবার (২৪ ডিসেম্বর) মঞ্চ তৈরির সব কাজ শেষ হয়েছে। এর পর থেকেই মঞ্চের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতশত নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। তারা দলীয় স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছেন।

বিএনপির নেতারা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন। তাকে বরণ করে নিতেই ৩০০ ফিট সড়কে এই সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে।

বুধবার জানা যায়, ৩০০ ফিট সড়কে নির্মিত মঞ্চসহ আনুষঙ্গিক সব কাজ প্রায় শেষ। মঞ্চের সামনে ও দুই পাশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তারা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন। মঞ্চের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে বুধবার সকাল ৮টার দিকে মঞ্চের সামনে আসেন বিএনপিকর্মী মাজহারুল ইসলাম। তিনি বলেন, “তারেক রহমানকে একনজর দেখার জন্য আজ সকালেই চলে এসেছি। আগামীকাল প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে বলে শুনছি। তখন আর কাছে আসা যাবে না। তাই আজ রাত এখানেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।”

মঞ্চের সামনে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দিতে দেখা যায় ভাটারা থানা যুবদলের নেতা আলমগীর হোসেনকে। তিনি বলেন, “তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা পুরোপুরি প্রস্তুত। তিনি আমাদের আগামীর রাষ্ট্রনায়ক। সংবর্ধনার দিন সকাল থেকেই মঞ্চে নানা আয়োজন থাকবে। সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও বিভিন্ন কর্মসূচি থাকবে।”

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতারা আশা করছেন, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর