বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। একইসঙ্গে সিবগাতুল্লাহ সিগবাকে সেক্রেটারি জেনারেল পদে মনোনয়ন দেয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সদস্য সম্মেলনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সংবিধান অনুযায়ী, নির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন। সভাপতি সাদ্দাম তার দায়িত্ব পাওয়ার পর সিবগাতুল্লাহকে এই পদে মনোনীত করেন।
নূরুল ইসলাম সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।
নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা গত ২০২৫ সেশনে সংগঠনের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: