[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পর্কে স্পষ্ট জবাব না দেয়া পর্যন্ত শাহবাগ মোড় ছাড়া হবে না: জাবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পর্কে স্পষ্ট জবাব না দেয়া পর্যন্ত শাহবাগ মোড় ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বেরিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সমবেত হন। তারা সেখানে যানবাহন চলাচল বন্ধ করে অবরোধ অবস্থান গ্রহণ করেন।

ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে শাহবাগে এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

অবস্থানকালে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, "সরকারের উপদেষ্টারা সরাসরি এখানে এসে মানুষের সামনে দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজন হলে প্রাণ দিয়েও আমাদের এই অবস্থান অটল রাখব।"

তিনি আরও বলেন, "এই মাটি হাদির রক্তে সিক্ত। অথচ কিছু মানুষ আমাদের কাজে বাধা দিতে চায়। আমরা দেখছি, তারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দেন। কিন্তু আমাদের আর উপেক্ষা করা হবে না।"

জাবের দাবি করেন, "শহীদ ওসমান হাদির রক্তের প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা রাজপথে নেমেছি। সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণকে জবাবদিহি না করা পর্যন্ত আমাদের অবস্থান চলবে।"

তিনি আরও যোগ করেন, "যতদিন না এই দেশের সাধারণ মানুষ মর্যাদার সাথে বাঁচতে পারবে, যতদিন না একজন নারী হিজাব পরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, ততদিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।"

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর