বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দেওয়া বক্তব্য নিয়ে একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তি তৈরি করেছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম 'বাংলাফ্যাক্ট'।
সংস্থাটি শুক্রবার (২৬ ডিসেম্বর) জানায়, তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারত সম্পর্কে কোনো মন্তব্য না করলেও ভারতের 'এবিপি আনন্দ' নামক একটি গণমাধ্যম 'ভারত নিয়ে পরিকল্পনা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, উক্ত গণমাধ্যম তারেক রহমানের 'আই হ্যাভ অ্যা প্ল্যান' অংশটি কেটে নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে। মূলত, তারেক রহমান মার্টিন লুথার কিংয়ের 'আই হ্যাভ অ্যা ড্রিম' বক্তৃতার অনুসরণে দেশ গঠনের একটি পরিকল্পনার কথা বললেও, তিনি সেই পরিকল্পনায় ভারতের বিষয়ে কোনো উল্লেখ করেননি।
গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মানুষের জন্য একটি পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।" তবে এবিপি আনন্দ 'বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা?' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যা বাংলাফ্যাক্টের মতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি আরও জানায়, গত এক বছরে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রসঙ্গে। বাংলাফ্যাক্ট এ ধরনের গুজব ও অপতথ্য শনাক্ত করে জনগণকে সঠিক তথ্য প্রদান করে আসছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: