[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

ফাইল ছবি

ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচিত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

দলটির এক শীর্ষ নেতা জানিয়েছেন, এনসিপিতে যোগ দেওয়ার পর আসিফ মাহমুদকে দলীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনসিপি।

ওই নেতা বিবিসি বাংলাকে বলেন, সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

এর আগে আসিফ মাহমুদ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই দলীয় সূত্রে জানা গেছে। আপাতত তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একইসঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর