[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৬

সংগৃহিত ছবি

বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনলেও তা জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসক কার্যালয়ে যান।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে হিরো আলম আমজনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, “ফরম পূরণ করতে আমার ৩০ মিনিট বেশি লেগেছে। আমি সাড়ে পাঁচটায় এসে মনোনয়নপত্র জমা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি।”

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, “তাকে পাঁচটার মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি। ফলে নির্বাচন বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।”

এর আগে মনোনয়নপত্র সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, তিনি দীর্ঘদিন ধরে হামলা ও মামলার শিকার হয়ে আসছেন। নিজের নিরাপত্তার জন্য তিনি গানম্যান প্রয়োজন বলে দাবি করেন।

তিনি বলেন, “অনেক প্রার্থীই নিরাপত্তার জন্য গানম্যান চাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে বিষয়ে আমি সন্দিহান। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই, যা গত কয়েকটি নির্বাচনে হয়নি।”

এ বিষয়ে হিরো আলম আরও বলেন, “অনেকে আমাকে বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছি, এবারও সেখান থেকেই নির্বাচন করতে চেয়েছিলাম।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর