[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

মনোনয়ন প্রত্যাহার না করতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ সমর্থকদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

সংগৃহিত ছবি

মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নানকে তাঁর গ্রামের বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন এলাকাবাসী ও কর্মী-সমর্থকরা। মনোনয়নপত্র প্রত্যাহার ঠেকাতে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজনগর উপজেলার দত্তগ্রামে নিজ বাড়িতে তাঁকে অবরোধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি হিসেবে স্থানীয় এলাকাবাসী ও কর্মীদের সঙ্গে কাজ করে আসছেন। তিনি যেন মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, সে কারণে সকাল থেকেই সাধারণ মানুষ বাড়িতে এসে তাঁকে অবরুদ্ধ করে রেখেছেন। তবে সেখানে জামায়াতের কোনো শীর্ষ নেতা উপস্থিত নেই বলে তিনি দাবি করেন।

ডা. তানভীর আরও বলেন, গত দেড় বছর ধরে তাঁর বাবা মাঠেঘাটে ঘুরে নির্বাচনের জন্য কাজ করেছেন এবং এ সময় সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছেন। সেই সমর্থন থেকেই এলাকাবাসী ও কর্মীরা মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে চূড়ান্ত করার পর জামায়াতের স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একটি অংশ এই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর