[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

এবার সামনে আসলো রাবি শিবির সেক্রেটারির নাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩

রাবি শিবির সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ (ফাইল ছবি)

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পরিচয় প্রকাশের সপ্তাহ পর এবার সামনে এল সেক্রেটারির পরিচয়।

তার নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ। আজ সোমবার বিকেলে মো. নায়েম বিল্লাহ নামের শিবিরের এক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নায়েম বিল্লাহ নামের শিবিরের এই নেতার মাধ্যমে জানা যায়, রাবি শিবির সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ রাবির এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে।

আরোও জানা যায়, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। এবং তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর