[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব

মাহমুদুল তুষার

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩২

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে কেন্দ্রের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় মো: মোস্তাকুর রহমান জাহিদকে।

সদস্যদের পরামর্শে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মনোনীত করা হয় মো: মুজাহিদ ফয়সালকে।

এর আগে বর্তমান সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারর দায়িত্ব পালন করেছে এবং বর্তমান সেক্রেটারি এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলো

মঙ্গলবার (০৭ জানুয়রি) বেলা ১২ টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসে সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম,কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলি ,রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগর শিবিরের সভাপতি প্রমূখ।


পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

উল্লেখ্য, একইসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুন কমিটি গঠিত হয়।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর