[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে শিক্ষা ভবনে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৪:০০

সংগৃহিত ছবি

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তারা যাত্রা শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা সিন্ডিকেটের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে অধ্যাদেশ দ্রুত জারির দাবি জানান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাবের আহমেদ বলেন, সাত কলেজে ক্লাসরুম সংকট, ল্যাবের সমস্যা, পরীক্ষা খাতা মূল্যায়নে অবহেলাসহ নানামুখী সমস্যায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভুগছেন। সমাধান হিসেবে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও একটি অসাধু মহল শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দ্রুত রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশ জারির আহ্বান জানান।

এর আগে গত ৩ ডিসেম্বর সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম প্রতিনিধি আব্দুর রহমানডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেনএই দাবির পাশাপাশি চলমান পরিস্থিতিকে ঘিরে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছেরাজধানীর পাঁচ কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগএই মডেল বাস্তবায়িত হলে উচ্চমাধ্যমিকের স্বতন্ত্রতা নষ্ট হবে এবং সাত কলেজের বহু বছরের ঐতিহ্য হুমকির মুখে পড়বে।

এদিকে শনিবার বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের জুম মিটিং থেকে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে ঢাকা কলেজের শিক্ষক রফিকুল আলম শিক্ষকদের দাবিতে ‘ছাত্রদের দিয়ে কাউন্টার মব’ তৈরির পরিকল্পনার কথা বলেছিলেন। এই অডিও প্রকাশের পর শিক্ষার্থীদের ক্ষোভ আরও তীব্র হয়েছে।

সরকার ইতোমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে গুজব, বিভ্রান্তি বা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর