[email protected] শনিবার, ১৬ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

গোমস্তাপুরে কাল বৈশাখী ঝড়ে জামালপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ঘর বিধ্বস্ত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০০:০৮
আপডেট: ১৮ মে ২০২৫ ০০:০৫

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামালপুর গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান জামালপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রাতের প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৬ মে) ঝড়ে বিদ্যালয়ের দুইটি কক্ষ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।  

২০০৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিম জাহান ও সহকারী শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে কোনো বেতন ছাড়াই শিক্ষাদান করে আসছেন। কিন্তু এবারের ঝড়ে স্কুলের দুটি ঘরের ছাদ, টিন, দরজা-জানালা, ফ্যান, টেবিল-চেয়ার, বেঞ্চ এবং বিদ্যুতের মিটার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে স্কুল পুনর্নির্মাণ তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।  

তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেসব বেসরকারি বিদ্যালয় বছরজুড়ে অবহেলিত এবং বিনা বেতনে শিক্ষাদান করে, সেগুলোকে দ্রুত জাতীয়করণ করা হোক। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত স্কুলটি মেরামতের জন্য আর্থিক সহায়তা এবং শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।  

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ঝড়ে স্কুলের প্রায় ১.৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, যা পূরণ করা শিক্ষকদের পক্ষে সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, "আমরা সরকারি সহযোগিতা ছাড়া এই সমস্যা সমাধান করতে পারছি না। তাই স্কুলটিকে দ্রুত সরকারিকরণের দাবি জানাচ্ছি।"  

এ অবস্থায়, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা, যাতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি পুনর্বাসন এবং শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর