বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) “বইপাঠ প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-কে স্মরণ করে আয়োজিত এই প্রতিযোগিতা সকাল ১১টায় কলেজের শহীদ মুনিমুল হক ভবনের ৫২০২ নম্বর কক্ষে শুরু হয়।
প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই ছিলো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম অধ্যাপক গোলাম আযম রচিত ‘পরিপূর্ণ জীবনবিধান হিসাবে ইসলামের সহজ পরিচয়’।
আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রসমাজের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা, নৈতিক মূল্যবোধ জাগানো এবং আদর্শিক চেতনা বিকাশে ভূমিকা রাখা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ও দক্ষতার ভিত্তিতে সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এমন মানসম্পন্ন ও শিক্ষাবান্ধব আয়োজনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাতে হয়। তারা বলেন, এই রকম আয়োজনে ছাত্রশিবির সবসময় এগিয়ে থাকে, অন্য কোন ছাত্রসংগঠনের এমন উদ্যোগ দেখা যায় না। কিছুদিন আগেও তারা কলেজ মাঠে বইমেলার আয়োজন করেছিলো। আমরা চাই, অন্যান্য সংগঠনগুলোও এই ধারা অনুসরণ করুক।
প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: