চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৩ আগস্ট) সকালে চাটাইডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, ১৯৩১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চাটাইডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। তবে কেন এই নাম পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে তারা অবগত নন।
এলাকাবাসীর অভিযোগ, নাম পরিবর্তনের সিদ্ধান্তের পর তারা জেলা ও উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করেন, গণস্বাক্ষর সংগ্রহ করে আবেদন জমা দেন, যাতে বিদ্যালয়ের পুরনো নাম বহাল থাকে। সে সময় আশ্বাস দেওয়া হয়েছিল যে নাম পরিবর্তন হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিদ্যালয়টি অন্য নামে নথিভুক্ত করা হয়েছে।
প্রতিবাদকারীরা জানান, পুরনো নাম পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: