চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ২ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা( ১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। শনিবার রাত আড়াই টার দিকে ওই ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
মৃত্যুর কারন জানতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক আঃ আলিম জানান, প্রাথমিক আলামতে এটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে করেন তিনি।
তবে স্থানীয়দের অনেকে মনে করেন, সাপের ছোবলে এই মৃত্যু হতে পারে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত )ওসি ওয়াদুদ আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে বিষক্রিয়ার মাধ্যমে এই মৃত্যু হতে পারে বলে ধারনা করেন তিনি। তবে সঠিক কারন জানতে ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: