[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

শিবগঞ্জে বুদ্ধিজীবী দিবস ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৮

ছবি- আলোকিত গৌড়

রোববার (১৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হকের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে সোনামসজিদ গণকবর ও ছোট সোনামসজিদে তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাত করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাথা এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক আহমেদ, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী, বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিঞাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর