[email protected] শনিবার, ১৬ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের

শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ২০:২২

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে ডলার মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এর আগে সকাল পৌণে ১০টার দিকে পদ্মা নদীর দশ রশিয়া এলাকায় যাত্রীবাহী নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার এসআই মেহেদী হাসান জানান, সকালে যাত্রীবাহী ছোট একটি নৌকায় ডালিমসহ ৭-৮ জন যাত্রী পাঁকার চর এলাকা থেকে বোগলাউড়ি ঘাটে আসছিলেন।

এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডালিম। পরে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। ডুবুরিদল অভিযান সমাপ্ত করেছে। বৃহস্পতিবার আবারো তল্লাশি চালানো হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর