[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৫, ২২:৪৫

সংগৃহিত ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ মোল্লা (৩৭)। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে ছিলেন। জানা গেছে, রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদের কিছুটা মানসিক সমস্যা ছিল এবং পারিবারিক কলহও চলছিল। সকালে তিনি নিজ গ্রাম থেকে গোপালগঞ্জ হয়ে রাজশাহীগামী ট্রেনে উঠেছিলেন। হঠাৎ ট্রেনের নিচে পড়ে গেলে তার মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে এলাকায় শতাধিক লোক জড়ো হয়। পরে জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ মাঠে নিয়োজিত রয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর