[email protected] শনিবার, ১৬ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

হিজলায় কোস্টগার্ড-মৎস্য অভিযানে ১ কোটি ২ লক্ষ চিংড়ির রেনু পোনা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৫, ২২:১৭

সংগৃহিত ছবি

বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২ লক্ষ পিচ চিংড়ির রেনু পোনা আটক করা হয়েছে। শুক্রবার (১৭ মে) রাত ৩টায় উপজেলার দূর্গাপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় রেনু পাচারের সাথে জড়িত একটি ট্রলার জব্দ করা হয় এবং দুইজন পাচারকারী মো. স্বপন (৩২) ও আল-আমিন (২২) কে আটক করা হয়। পরবর্তীতে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমের নির্দেশে আটককৃত সমস্ত রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। আটককৃত দুই ব্যক্তিকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে ইতিমধ্যেই এসব অঞ্চলে শান্তিশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর