চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম বাবু এলাকার সব মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
তিনি তার আবেদনে উল্লেখ করেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি নৈতিক ও সামাজিক শিক্ষারও কেন্দ্র। তবে বর্তমানে বিদ্যুতের বিল পরিশোধ করতে গিয়ে অনেক মসজিদ কমিটি আর্থিক সংকটে পড়েছে। এ কারণে মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করা জরুরি।
আরিফুল ইসলাম বাবু গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং কারাবন্দি হওয়ার পর মুক্তি পেয়েছেন। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে পোস্ট শেয়ার ও ইতিবাচক মন্তব্য করেছেন।
ফেসবুকে মো. আব্দুল জলিল নামে একজন লিখেছেন, এটি একটি মহৎ উদ্যোগ। যদি সফল হন, তাহলে মতলব উত্তরবাসীর দোয়া ও স্মৃতি পাবেন। এমন কাজ মৃত্যুর পরও সদকার সওয়াব বয়ে আনে।
অন্য একজন ব্যবহারকারী মোহাম্মদ বিন মোফাজ্জল মন্তব্য করেন, ভালো কাজ করলে মানুষ আপনাকে সমর্থন করবেই। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আপনার সাফল্য কামনা করছি।
এ বিষয়ে আরিফুল ইসলাম বাবু বলেন, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের মূল ভিত্তি। বিদ্যুৎ বিল মওকুফ হলে এসব প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে পারবে। আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারও উপকারে আসে, সেটাই আমার সার্থকতা।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও ধর্মপ্রাণ মুসল্লিরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: