ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত সহসভাপতি (ভিপি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন প্রার্থী। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণ শেষে এ তথ্য জানান ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতকাল (১২ আগস্ট) সাতজন এবং আজ নতুন করে আরও ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন পাঁচজন। বাকি ১৫টি মনোনয়ন বিভিন্ন সম্পাদক ও সদস্য পদের জন্য।”
এছাড়াও হল সংসদের নির্বাচনের জন্য এখন পর্যন্ত ১৮টি হল থেকে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অধ্যাপক জসীম উদ্দিন জানান, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। “গত দুই দিনে কেউ কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করেননি। মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় কেউ মিছিল বা শোভাযাত্রা করেননি এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়েও কেউ আসেননি। এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক,” তিনি বলেন।
নির্বাচনী সময়সূচি:
মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
মনোনয়নপত্র জমাদান: ১৯ আগস্ট, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
উল্লেখ্য, বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: