[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

তীব্র পানির সংকটাপন্ন অবস্থা উত্তরণ শীর্ষক আলোচনা সভা

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

ছবি- আলোকিত গৌড়

বরেন্দ্র অঞ্চলের ৩ জেলার তীব্র পানির সংকটাপন্ন অবস্থা উত্তরণে সময়ের ভাবনা ও রাজশাহী জেলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজশাহী কলেজের ১৭ নং গ্যালারি-তে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাপা'র কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাপা'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ ইব্রাহীম আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পানির সংকটাপন্ন অবস্থা উত্তরণের ক্ষেত্রে বাপা'র মহৎ একটি উদ্যোগ নিয়েছে। পানির সংকট নতুন কোন বিষয় নয়, বহু আগে থেকেই এই সমস্যা বিরাজমান। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পানির সংকট নিরসনে বৃক্ষের ভূমিকা বজায় রাখতে বৃক্ষরোপণ করতে হবে।

প্রধান আলোচক বলেন, পানি সংকটের প্রধান কারণ হিসেবে আমি মনে করি বৃক্ষ নিধন দায়ী। কারণ অতি পুরনো গাছ গুলো কেটে ফেলে ভবন তৈরি করা হচ্ছে। আগের সময়ে যেখানে সারা বছর পদ্মায় পানি ভরপুর থাকতো এখন তা শুধু বর্ষাকালে দেখা যায়, এতে বোঝা যায় পানির সংকট কতটা মারাত্মক। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিবেশের উপাদান গুলো রক্ষা করতে হবে। নয়তো অচিরেই পরিবেশ ধ্বংসের পথে ধাবিত হবে।

তিনি আরো বলেন, বর্তমানে যুব সমাজ পারে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে। যুব ও তরুণ ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার একতা বিজয় অর্জন করেছিল তেমনি ছাত্রজনতার একতাই পারবে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর