[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের নেতৃত্বে রাকিব-সিয়াম

আবু বকর সৈকত

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

ছবি- আলোকিত গৌড়

তরুণ নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ইউনাইটেড নেশন্স ইয়্যুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশনের ২০২৬–২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়ার নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল এই কমিটির অনুমোদন দেন। এতে রিজিওনাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র শিক্ষার্থী রাশেদুজ্জামান রাকিব এবং ডেপুটি রিজিওনাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইফতিয়াজ আহমেদ সিয়াম।

এছাড়া নবগঠিত কমিটিতে অ্যাডমিনিস্ট্রেশন উইং-এর সমন্বয়ক হিসেবে রয়েছেন এবাইদুর রহমান খান; ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন উইং-এর সমন্বয়ক মো. আকিব; ডকুমেন্টেশন উইং-এর সমন্বয়ক মৌমিতা হক; এক্সটার্নাল অ্যাফেয়ার্স উইং-এর সমন্বয়ক অর্ণব কুমার ধর; রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট উইং-এর সমন্বয়ক তানজিলা আক্তার; লজিস্টিকস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট উইং-এর সমন্বয়ক রিদয় মন্ডল; মিডিয়া অ্যান্ড পাবলিকেশন উইং-এর সমন্বয়ক তাসনিয়া বিনতে মাহমুদ এবং সহ-সমন্বয়ক সুমন কুমার দাস; সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট উইং-এর সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ নিয়াদ; এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট উইং-এর সমন্বয়ক আকসা আক্তার অনন্যা দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্টরা বলেন, তারুণ্যের নেতৃত্বে গঠিত এই কমিটি রাজশাহী বিভাগে ইউনিস্যাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে।

উল্লেখ্য, ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। একটি স্বেচ্ছাসেবী যুব ও শিক্ষার্থীভিত্তিক সংগঠন, যা জাতিসংঘের আদর্শ, মূল্যবোধকার্যক্রমের আলোকে তরুণ সমাজকে নেতৃত্ব, সচেতনতাসামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে কাজ করেসংগঠনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, যুব নেতৃত্ব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর