[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪০

ফাইল ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তজুড়ে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (১১ অক্টোবর) সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সীমান্তে দায়িত্ব পালনরত বাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নাকভি বলেন, “বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর গোলাবর্ষণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর জবাব এই বার্তাই দেয় যে, কোনো উসকানি সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “পাকিস্তানি বাহিনী তৎপর রয়েছে এবং আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে।”

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আফগানিস্তানের বেশ কয়েকটি সীমান্ত চৌকি তাদের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে আফগান চৌকি ও সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, পাল্টা হামলায় আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, ডার, চিত্রাল এবং বালোচিস্তানের বারামচা এলাকায় সেনা চৌকি আফগান বাহিনীর হামলার শিকার হয়।

সূত্র: পাকিস্তানের সংবাদমাধ্যম ডন

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর