[email protected] শনিবার, ১৬ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

দেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না: নুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১২:৪৬

সংগৃহিত ছবি

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত ও রাখাইনে মানবিক করিডর দেওয়ার কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। সরকারের এসব সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৭ মে) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে—এসব সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে নুর বলেন, পরিষ্কার কথা; ১. বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে কোনভাবেই তুলে দেয়া যাবে না। ২. করিডরের নামে খাল কেটে কুমির আনা যাবে না।

পোস্টের শেষ অংশে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে কোন ছাড় নয়, প্রয়োজনে রাজপথে নতুন লড়াই শুরু হবে।’

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর