[email protected] বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

মাঠ পর্যায়ে তদন্ত যাচ্ছে নিবন্ধন প্রত্যাশী ২২ দলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ২২:১৭

ফাইল ছবি

নিবন্ধনের জন্য আবেদন করা নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দলের মাঠপর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি ১২১টি দলকে অযোগ্য বিবেচনায় আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, “গত ১০ মার্চ একটি সার্কুলারের মাধ্যমে নিবন্ধনের আবেদন আহ্বান করা হয় এবং ২২ জুন ছিল আবেদন জমাদানের শেষ দিন। মোট ১৪৩টি আবেদন জমা পড়ে। তবে কোনো দলই প্রাথমিকভাবে সম্পূর্ণ কাগজপত্র জমা দিতে পারেনি। তাই তাদের ১৫ দিনের সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হয়।”

এই সময়ের মধ্যে ৮৪টি দল ঘাটতি পূরণ করে আবেদন সম্পন্ন করে, তবে ৫৯টি দল কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যাচাইয়ের পর দেখা গেছে, ২২টি দলের কাগজপত্র আপাতত যথাযথ এবং তারা মাঠপর্যায়ের তদন্তে যাচ্ছে।

বাকি ১২১টি দলের আবেদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দিয়ে চিঠি পাঠানো হবে।

কমিশনার সানাউল্লাহ আরও বলেন, “আগে শুধু ‘প্রত্যাখ্যান’ বলে চিঠি পাঠানো হতো। কিন্তু এখন প্রতিটি কারণে বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ থাকবে, যাতে কেউ আদালতে গেলে কমিশনের সিদ্ধান্তের যথার্থতা তুলে ধরা যায়।”

তিনি জানান, নিবন্ধন সংক্রান্ত বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে এখন স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ হলে নিবন্ধনও স্থগিত হতে পারে।

মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচিত ২২টি রাজনৈতিক দল:
১. ফরোয়ার্ড পার্টি – মহাসচিব: মো. মাহবুবুল আলম চৌধুরী
২. আমজনতার দল – সভাপতি: কর্ণেল মিয়া মসিউজ্জামান
৩. বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) – চেয়ারম্যান: এমএম শাহাদাত
4. বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) – ভারপ্রাপ্ত চেয়ারম্যান: মো. নুরুল হক
৫. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি – মহাসচিব: মুহাম্মদ মুসা বিন ইযহার
৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) – সমন্বয়ক: মাসুদ রানা
৭. মৌলিক বাংলা – সাধারণ সম্পাদক: ফুয়াদ সাকী
৮. বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি – চেয়ারম্যান: মো. দেলোয়ার হোসাইন
৯. জাতীয় জনতা পার্টি – চেয়ারম্যান: এডভোকেট মো. হুমায়ুন কবীর আকন
১০. জনতার দল – চেয়ারম্যান: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল
১১. জনতা পার্টি বাংলাদেশ – ভাইস চেয়ারম্যান: এবিএম ওয়ালিউর রহমান খান
১২. বাংলাদেশ আম জনগণ পার্টি – আহ্বায়ক: মোহাম্মদ রফিকুল আমিন
১৩. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – আহ্বায়ক: মো. নাহিদ ইসলাম
১৪. বাংলাদেশ জাতীয় লীগ – চেয়ারম্যান: মাহবুবুল আলম
১৫. ভাসানী জনশক্তি পার্টি – চেয়ারম্যান: শেখ মো. রফিকুল ইসলাম
১৬. বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ – সভাপতি: মো. আতিকুর রহমান (রাজা)
১৭. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) – সভাপতি: আব্দুস সামাদ সুজন
১৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ) – সাধারণ সম্পাদক: আব্দুল জলিল
১৯. জমিয়তে উলামায়ে ইসলাম – মহাসচিব: মুফতি মোহাম্মদ আবদুল কাইয়ুম
২০. বাংলাদেশ বেকার সমাজ (বাবেস) – সভাপতি: মো. হাসান
২১. বাংলাদেশ সলুশন পার্টি – সভাপতি: শামছুল হক
২২. নতুন বাংলাদেশ পার্টি – চেয়ারম্যান: মেজর (অব.) সিকদার আনিসুর রহমান

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর