[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৬:৫১

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন। তিনি সেখানে জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর কার্যক্রমে যোগ দেবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “১২ অক্টোবর প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোমে যাচ্ছেন। পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন।”

উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকের বিষয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সভায় উল্লেখ করেছেন—নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে। আমরা বর্তমানে যে পরনির্ভর অবস্থায় আছি, তা থেকে বেরিয়ে আসার বিকল্প নেই।”

এ সময় ভিসা জটিলতা নিয়েও আলোচনা হয়। শফিকুল আলম বলেন, “সভায় ভিসা সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। আশা করা যাচ্ছে, দ্রুত সমাধান আসবে।”

শিক্ষা খাতের প্রসঙ্গেও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, “দেশে বর্তমানে বিবিএ গ্র্যাজুয়েটের সংখ্যা অতিরিক্ত হয়ে গেছে। শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গ্র্যাজুয়েশন বাড়ানো প্রয়োজন—এ বিষয়ে সভায় সবাই মতামত দিয়েছেন।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর