[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

জাতীয় পার্টি ফ্যাসিস্টদের দোসর নয়, নির্বাচনে অংশ নেবে লেভেল প্লেয়িং ফিল্ড হলে: রেজাউল ইসলাম ভূঁইয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৩:৫২

সংগৃহিত ছবি

জাতীয় পার্টি ফ্যাসিস্টদের দোসর নয় বলে দাবি করেছেন দলটির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে, তাহলে জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল ইসলাম বলেন, “জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলা হচ্ছে, এই অভিযোগের সঙ্গে আমরা একমত নই। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার আগে আইনি ভিত্তি থাকতে হবে। জাতীয় পার্টি কখনোই গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করেনি।”

তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলনসহ ৩১টি দল অংশ নিয়েছে। যদি নির্বাচন অংশগ্রহণ করাই কোনো অপরাধ হয়, তবে ওই দলগুলোরও নিবন্ধন বাতিল হওয়া উচিত। শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান গ্রহণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের পক্ষ থেকে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অংশ নিয়েছে। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ আইনসম্মত ও সাংবিধানিক।”

আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তবে এখনও সেই পরিবেশ তৈরি হয়নি। বর্তমান সরকার একটি বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।”

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই কমিশনের অধীনে এখন পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই তারা পক্ষপাতদুষ্ট কি না, সেটা বলার সময় এখনো আসেনি। নির্বাচন হলে সেটি স্পষ্ট হবে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর