[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

কাঁটার পরিবর্তে ফুল, উসকানির বিপরীতে সহাবস্থানের বার্তা দিয়েছে ছাত্রদল: রাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৪:০১

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবসহ অন্যরা (সংগৃহিত ছবি)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তনের মাধ্যমে “কাঁটার পরিবর্তে ফুল” এবং “উসকানির পরিবর্তে সহাবস্থানের” বার্তা দিয়েছে ছাত্রদল—এমন মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বুধবার (৩০ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাকিব বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়। এর অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-সমাবেশ আয়োজনের পরিকল্পনা নেয় ছাত্রদল। জুনেই আমরা অনুমতি পেয়েছি। কিন্তু একই তারিখে এনসিপিও একই স্থানে কর্মসূচি ঘোষণার পর তারা আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানায়।”

তিনি বলেন, “আমাদের আগে থেকে ঘোষিত ও অনুমোদিত কর্মসূচি থাকা সত্ত্বেও, আমরা একটি উদার, সহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিয়ে শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। এটি কেবল রাজনৈতিক সৌজন্য নয়, ছাত্ররাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি ও উদারতার এক অনন্য নজির হয়ে থাকবে।”

স্থান পরিবর্তনের কারণে রাজধানীতে সম্ভাব্য যানজট নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমরা শহীদ মিনারকে বেছে নিয়েছিলাম যাতে কর্মদিবসে জনভোগান্তি না হয়। কিন্তু এনসিপির অনুরোধে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্তে কিছুটা ভোগান্তি হলেও, আশা করি নাগরিকরা আমাদের অবস্থানকে ইতিবাচকভাবেই নেবেন।”

সংবাদ সম্মেলনে রাকিব বলেন, “আমরা চাইলে শহীদ মিনারেই কর্মসূচি পালন করতে পারতাম, কিন্তু করিনি। আমরা কাঁটার বদলে ফুল দিয়েছি। আমরা উসকানির বদলে শান্তি ও সহাবস্থানের বার্তা দিয়েছি। যারা সফল অভ্যুত্থানের পর একক মালিকানা দাবি করছেন, তারা যেন আমাদের এই উদারতা দেখে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেন।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র মানে সহাবস্থান, সম্মান এবং সহনশীলতা। সেই পথেই আমরা হাঁটছি।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর