[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

হাদিয়া ভালোবাসা ও সম্মানের সুন্দর প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৫

ফাইল ছবি

হাদিয়া বা উপহার এমন এক মানবিক আচরণ, যা কোনো আর্থিক বা বস্তুগত বিনিময় ছাড়াই অন্যের মালিকানায় হস্তান্তর করা হয়। উপহার প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সহানুভূতি বৃদ্ধি পায়। এটি কেবল বস্তুগত লেনদেন নয়; বরং হৃদয়ের আন্তরিকতা, সৌজন্য ও সম্মানের প্রকাশ।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দান ও সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন,

“যারা নেক লোক, তারা সেই সব মানুষ; যারা আল্লাহর ভালোবাসার কারণে নিজেদের সম্পদ ব্যয় করে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্যপ্রার্থী ও দাস-মুক্তির কাজে।”
(সুরা আল-বাকারা, আয়াত: ১৭৭)

আরও বলা হয়েছে, “তোমরা নেকি ও তাকওয়ার কাজে একে অপরের সঙ্গে সহযোগিতা কর।”
(সুরা আল-মায়িদা, আয়াত: ২)

ইসলামী পরিভাষায় ‘হাদিয়া’ হলো সেই সম্পদ, যা কাউকে সম্মান, শ্রদ্ধা ও ঘনিষ্ঠতার নিদর্শন হিসেবে প্রদান করা হয়। এটি কোনো বাণিজ্যিক বিনিময় নয়; বরং ভালোবাসা ও আন্তরিকতার প্রকাশ। আল্লামা ইবনু রুশদ (রহ.) বলেন, “হাদিয়া হলো সেই জিনিস, যা দাতা সম্মানিত ব্যক্তিকে দেয় ঘনিষ্ঠতা অর্জনের উদ্দেশ্যে।” (আল-বায়ান ওয়াত তাহসিল, খণ্ড ১৭, পৃ. ৩৯৭)

শরিয়তে উপহার গ্রহণের প্রধান শর্ত হলো, তা যেন ন্যায্য ও সত্ উদ্দেশ্যে দেওয়া হয়। যদি কোনো উপহার অনৈতিক, অন্যায়, বা অবৈধ উদ্দেশ্যে দেওয়া হয়—যেমন প্রভাব বিস্তার, পদ লাভ বা ঘুষের বিনিময়ে—তাহলে তা গ্রহণ করা হারাম।

রাসুলুল্লাহ (সা.) এ প্রসঙ্গে সতর্ক করে বলেছেন, “যে কর্মকর্তাকে সদকা সংগ্রহের জন্য পাঠানো হয়, যদি সে ফিরে এসে বলে—‘এটি সদকা, আর এটি আমাকে উপহার দেওয়া হয়েছে’, তাহলে সে যেন নিজের ঘরে বসে থেকে দেখে, কেউ তাকে উপহার দেয় কি না। যে অবৈধভাবে কিছু গ্রহণ করবে, কিয়ামতের দিন তা কাঁধে বহন করে উপস্থিত হবে।” (সহিহ বুখারি, হাদিস: ৭১৭৪)

হারাম উপার্জনকারীর উপহার গ্রহণের বিধান:
যার উপার্জন সম্পূর্ণ বা অধিকাংশই হারাম, তার দেওয়া হাদিয়া গ্রহণ করা বৈধ নয়। তবে যদি সে স্পষ্টভাবে জানায় যে উপহারটি হালাল আয়ের অংশ থেকে দেওয়া, তাহলে তা গ্রহণ করা যায়। আবার কারো উপার্জনের বেশিরভাগ হালাল হলে তার উপহার গ্রহণ করা অনুমোদনযোগ্য হলেও, এড়িয়ে চলাই উত্তম। (ফাতাওয়ায়ে আলমগিরি, ৫/৩৪২; দারুল উলুম দেওবন্দ, জবাব নং: ৬০০৪৬১)

হাদিয়া হলো ভালোবাসা, আন্তরিকতা ও মানবিক সম্পর্ক দৃঢ় করার এক সুন্দর উপায়। তবে এর উদ্দেশ্য যেন সর্বদা ন্যায্য, পবিত্র ও নৈতিক হয়—এই শিক্ষাই দিয়েছে ইসলাম।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর