ঈদে সিরাতুন্নবী (সাঃ) আলোচনা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা, ফতেপুর ইউনিয়নের আয়োজনে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২২সেপ্টেম্বর) মল্লিকপুর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আজকের সিরাত মাহফিলের আলোচনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন চাঁপাই-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব ড. মিজানুর রহমান, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জনাব অধ্যাপক আবু বকর সিদ্দিক । আরো বক্তব্য রাখেন নাচোল উপজেলা আমির অধ্যাপক ইয়াকুব আলি, সেক্রেটারি মাও. মোবারক হোসেন,ফতেপুর ইউনিয়ন আমির মাও. আহসান হাবীব,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান সহ আরো স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
মাও. আহসান হাবীবের সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের উপস্থাপনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) জীবনাদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ড. মিজানুর রহমান।
তিনি বলেন - বাতিলকে মোকাবেলা করতে হলে কুরআন হাদীসের আলোকে আদর্শিত হয়ে মোকাবিলা করতে হবে। আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
এছাড়াও বিশেষ আকর্ষন হিসেবে ইসলামী গান ও অনুষ্ঠান পরিবেশন করেন চাঁপাই নবাবগন্জ জেলা পূর্ব শাখা আল হেলাল শিল্পী গোষ্ঠী।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: