[email protected] শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
১০ কার্তিক ১৪৩২

ইসলামে মানুষের হক আদায়ের গুরুত্ব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৯

ফাইল ছবি

শরিয়তের আমল প্রধানত দুই ধরনের—একটি আল্লাহর হক, অন্যটি বান্দার বা মানুষের হক। ইসলামে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) কর্তৃক যেসব কাজ আবশ্যক করা হয়েছে, তা ফরজ। আর যেসব কাজ নিষিদ্ধ বা শাস্তিযোগ্য বলা হয়েছে, তা হারাম।

ইসলামের ফরজ ও হারাম বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, অল্প কিছু আমল শুধুমাত্র আল্লাহর হক সম্পর্কিত; কিন্তু অধিকাংশ বিষয় মানুষের হক বা পারস্পরিক আচরণের সঙ্গে জড়িত। ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যকার নামাজ, রোজা, হজ আল্লাহর হক; তবে জাকাত আদায় সরাসরি মানুষের হকসংশ্লিষ্ট।

মানবাধিকারের গুরুত্ব তুলে ধরে রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে সর্বোত্তম মুসলিমের পরিচয় দিয়েছেন। তাঁর শিক্ষা অনুযায়ী—

উত্তম চরিত্র:
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে যার স্বভাব-চরিত্র উত্তম, সেই তোমাদের মধ্যে সর্বোত্তম।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০৩৫)।

অন্য মুসলমানের নিরাপত্তা:
তিনি আরও বলেন, ‘যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলিম।’ (তিরমিজি, হাদিস : ২৬২৭)।

ক্ষুধার্তকে খাওয়ানো ও সালামের প্রসার:
নবী (সা.) বলেন, ‘ক্ষুধার্তকে অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।’ (রিয়াদুস সালেহিন, হাদিস : ৮৪৯)।

ধ্বংসকারী সাত গুনাহ:
নবী (সা.) সতর্ক করেছেন সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে—আল্লাহর সঙ্গে শরিক করা, জাদু করা, অন্যায়ভাবে হত্যা, এতিমের সম্পদ আত্মসাৎ, সুদ খাওয়া, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন ও সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ। (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩)।

আত্মীয়, প্রতিবেশী ও সমাজের হক:
ইসলাম রক্তের সম্পর্ক রক্ষা, এতিম-মিসকিন-প্রতিবেশী ও পথচারীর প্রতি সদাচরণে জোর দিয়েছে। নবী (সা.) বলেন, ‘যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহও তার সঙ্গে সম্পর্ক রাখবেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৮৮)।

মা-বাবার হক আদায়:
আল্লাহ তাআলা বলেন, ‘পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করো, আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন ও প্রতিবেশীর প্রতিও সদ্ব্যবহার করো।’ (সুরা নিসা, আয়াত : ৩৬)।

এতিম, বিধবা ও মিসকিনের যত্ন:
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি ও এতিমের দেখাশোনাকারী জান্নাতে একত্রে থাকব।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০০৫)।

ইসলাম অন্যের প্রতি জুলুম, মিথ্যা, চুরি, গিবত, অপবাদ, ঘুষ ও হিংসাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তাই প্রকৃত মুসলিম হওয়ার জন্য শুধু আল্লাহর হক নয়, মানুষের হক আদায়েও হতে হবে সচেষ্ট।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর