[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

গিবত ধ্বংসাত্মক পাপ; পরিত্রাণের করণীয় পথ জানালেন আলেমরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭

ফাইল ছবি

গিবত বা পরনিন্দা—একটি আরবি শব্দ, যার অর্থ কারো অনুপস্থিতিতে তার দোষচর্চা করা, কুত্সা রটনা বা সমালোচনা করা। ইসলামি শরিয়তে গিবতকে ভয়াবহ পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি মানুষের আমল ধ্বংস করে দেয়ার মতো দুরারোগ্য ব্যাধি বলে ব্যাখ্যা করেছেন আলেমরা। গিবত থেকে বাঁচতে বিভিন্ন উপায় অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গিবতের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান না থাকলে মানুষ সহজেই এই পাপের দিকে ঝুঁকে পড়ে। গিবত সাধারণ কোনো গুনাহ নয়; বরং ব্যভিচার, সুদ-ঘুষ ও চুরির চেয়েও মারাত্মক বলে উল্লেখ করা হয়। কিয়ামতের দিনে গিবতকারীর সওয়াব যার দোষচর্চা করা হয়েছিল তার কাছে হস্তান্তর করতে হবে, এমনকি তার পাপও গিবতকারীর ওপর চাপানো হতে পারে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।” (বুখারি, হাদিস ৬১৩৬)
অধিকাংশ গিবত ঘটে কথার মাধ্যমে। তাই প্রয়োজন ছাড়া কথা না বলা গিবত থেকে রক্ষা পাওয়ার কার্যকর উপায় বলে আলেমরা মনে করেন।

আল্লাহর স্মরণে ব্যস্ত জিহ্বা অন্যায় কথাবার্তা থেকে দূরে থাকে। ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, “জিকিরের মাধ্যমে জিহ্বা গিবত, চোগলখোরি, মিথ্যা ও অশ্লীলতা থেকে মুক্ত থাকে।” তিনি আরও বলেন, মানুষ চুপ থাকতে পারে না, তাই জিকির না করলে তার জিহ্বা অন্যায় কথায় লিপ্ত হওয়ার ঝুঁকি থাকে।

পরিবেশ ও সঙ্গ গিবতে জড়ানোর অন্যতম কারণ। গিবত শোনাও গিবতের অংশ বলে বিবেচিত। তাই যেখানে গিবত হয় সে মজলিস ত্যাগ করতে হবে। আলিমরা বলেন, বাহ্যিকভাবে ধার্মিক মনে হলেও গিবতপ্রবণ মানুষের সঙ্গ এড়িয়ে চলাই নিরাপদ।

ইবনুল মুবারক (রহ.) সম্পর্কে বর্ণিত আছে যে তিনি মসজিদে সালাত শেষে লোকজনের সঙ্গে গল্প না করে বাড়ি ফিরে যেতেন। তার ব্যাখ্যায় তিনি জানান, তিনি সাহাবি-তাবেঈদের আলোচনা (ইলম চর্চা) করতে পছন্দ করেন, কারণ মানুষ একত্র হলে গিবত শুরু করে দেয়।

ইসলামি শিক্ষায় বলা হয়, মানুষের সবারই দোষ-ত্রুটি আছে। তাই অন্যের দোষ নিয়ে ব্যস্ত না থেকে নিজের ভুল সংশোধন করাই উত্তম। ইবনে আব্বাস (রা.) বলেন, “বন্ধুর ত্রুটি মনে পড়লে নিজের দোষের কথা স্মরণ করো।”

আলেমরা বলছেন, সচেতনতা, আত্মসমালোচনা, জিকির এবং সঠিক সঙ্গ—এই চারটি বিষয়ের সমন্বয় একজন মানুষকে গিবতের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন, সামাজিক ও ব্যক্তিগত জীবনের জন্যও গিবত পরিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর