জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর প্রিমিয়ার লীগ (ডিপিএল)’র ফাইনাল ম্যাচ।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্বারিয়াপুর ট্রাক স্ট্যান্ড মাঠে টুর্নামেন্টের সমাপনী আসর অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে বুম বুম দ্বারিয়াপুর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দ্বারিয়াপুর ভাইপারস।
টুর্নামেন্টির ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আতিকুজ্জামান আতিকের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি জেলা জজ কোট এ্যাড আবদুল ওদুদ।
এভারগ্রীন সোসাইটি (EGS) কর্তৃক আয়োজিত এই খেলায় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডাঃ ইসমাইল হোসেন, ইবনে সিনা ডেপুটি ম্যানেজার ( মার্কেটিং) ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুর রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, ইন্জিনিয়ার গোলাম সারোয়ার বিপ্লব, মুনাম উদ্দিন, মাহফুজুর রহমান সেলিম।
পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি প্রদান করা হয়। একইসাথে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বোচ্চ উইকেট শিকারীসহ বিভিন্ন ক্যাটগরিতে পুরস্কার ও প্রাইজমানি প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: