[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দলের জন্য আইফোন ১৬ উপহার ফরচুন বরিশালের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭

ফাইল ছবি

টানা দ্বিতীয়বার শিরোপা বরিশালের ঘরে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র ৩য় দল হিসেবে বিপিএলের শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল।

গতকাল বিপিএলের একাদশতম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে বরিশাল।

এমন এক জয়ের পর বেশ উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপ। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল।

খেলোয়াড়দের এই বোনাসের কথা নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরমাঝে আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।

গতকালের ফাইনালে জয়ের মাধ্যমে দল হিসেবে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিও নিশ্চিত করেছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে তারা। আর রানারআপ হওয়া চিটাগাং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর