[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৭

সংগৃহিত ছবি

রাজশাহী বিভাগীয় সমাপনী খেলা রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিরাজগঞ্জ জেলা (অনূর্ধ্ব-১৭) বালিকা ফুটবল দল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা (অনূর্ধ্ব-১৭) বালিকা ফুটবল দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ দল ২-১ গোলের ব্যবধানে সিরাজগঞ্জকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

খেলার শুরু থেকেই দু'দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধেই চাঁপাইনবাবগঞ্জ দল এগিয়ে যায়। তবে সিরাজগঞ্জ দ্রুতই সমতায় ফিরে আসে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ দল তাদের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল। টুর্নামেন্ট সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারী ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর