[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফির গ্যালারিতে থাকছে ফ্রি ইফতার বক্স সরবরাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির বেশকিছু ম্যাচ হবে রমজানের মধ্যে। মুসলিম ধর্মের অনুসারীদের জন্য পবিত্রে এই মাসে সারাদিন রোজা থেকে সন্ধ্যায় ইফতারি করতে হয়। আন্তর্জাতিক ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকলে বাইরে বের হওয়ার সুযোগ নেই। তাই ইফতার কিভাবে করবেন রোজাদাররা ? তবে চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, গ্যালারিতে বিনা মূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ন্যূনতম দুটি, সর্বোচ্চ তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। দর্শকের জন্য ইফতারি বিতরণের খবর জানিয়ে ইসিবির এক্স পোস্টে লেখা হয়, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২রা মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

অর্থাৎ, দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতারি বক্স দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে আগামীকাল থেকে শুরু হতে পারে রমজান মাস। রোববার নিউজিল্যান্ড–ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ই মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। এ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ভারত ফাইনালে উঠলেও সেই ম্যাচও হবে দুবাইয়ে।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর