[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

৬ জুলাই থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অবশ্য নেই বিশ্বকাপ খেলা বেশির ভাগ ক্রিকেটাররা।

বাংলাদেশ সিরিজের আগে বিশ্রাম পাচ্ছেন কোহলিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০৯:১৪

সংগৃহিত ছবি

বিসিসিআইয়ের চাওয়াতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রাম দেয়া হতে পারে রোহিত, কোহলি, বুমরাহকে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতের নতুন মৌসুম।

বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেই সফরে দলের তিন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে বিসিসিআই। ফলে লঙ্কানদের বিপক্ষে নাও দেখা যেতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ।

টি-২০ বিশ্বকাপ জেতার সপ্তাহ খানেকের মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামে ভারত। ৬ জুলাই থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অবশ্য নেই বিশ্বকাপ খেলা বেশির ভাগ ক্রিকেটাররা। যশস্বী জয়সাওয়াল, সাঞ্জু স্যামসন ও শিভাম দুবে বাদে বাকিরা বিশ্রামে।

বিশ্বকাপ জিতে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় অনুমেয়ভাবেই জিম্বাবুয়ে সফরে নেই রোহিত ও কোহলিরা। যদিও চলতি মাসের শেষ দিকে মাঠের ক্রিকেটে ফেরার সুযোগ আছে তাদের সামনে।

আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে ভারত। যদিও লঙ্কান সফরে থাকছেন না রোহিত, কোহলি, বুমরাহ। বিসিসিআইয়ের চাওয়াতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রাম দেয়া হতে পারে তাদের তিনজনকে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘সিনিয়র খেলোয়াড়রা বিশ্রাম নিতে পারে এবং পুরো ক্রিকেট মৌসুমের আগে প্রস্তুতি নেবে। রোহিত, বিরাট ও বুমরাহকে বিশ্রামের প্রস্তাব দেয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে যোগ দেবে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে ভারত। ১৬ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর নভেম্বরে টি-২০ সিরিজ খেলতে সাউথ আফ্রিকার যাবে ভারত দলে। নভেম্বরের শেষ দিকে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর