দিনের বেলায় রোজা, রাতে ফুটবল। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে মুসলিম ফুটবলারদের জন্য চিত্রটা এমনই। মোহাম্মাদ সালাহ, নাসের মাজরাউই কিংবা ওমর মারমৌশের মতো তারকারা রমজান মাসে রোজা রেখেই মাঠে নামেন। এবার এই তালিকায় যোগ হয়েছে বার্সেলোনার উঠতি সেনসেশন লামিনে ইয়ামালের নাম।
মরক্কো ও গিনি বংশোদ্ভূত এই তরুণ তারকা স্পেনে জন্মগ্রহণ করেছেন এবং মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন। রমজান মাসে তিনি রোজা রেখেই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলছেন।
লামিনে ইয়ামাল বর্তমানে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। গত ১০ দিন আগে শুরু হওয়া পবিত্র রমজান মাসে বিশ্বের অন্যান্য মুসলমানের মতো তিনিও রোজা পালন করছেন। তবে এরইমধ্যে গুঞ্জন উঠেছে, ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের রোজা পালনে বাধা দেয়া হচ্ছে। বিশেষ করে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেয়ার পেছনে রোজা পালনকেই দায়ী করছেন অনেকে। তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ট্যাকটিকাল কারণেই সেদিন ইয়ামালকে বদলি করেছিলেন কোচ ফ্লিক।
গণমাধ্যমের সূত্রে জানা যায়, রমজানের রোজা পালনের ক্ষেত্রে লামিনে ইয়ামালকে কোনো প্রকার বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং বার্সেলোনার মেডিক্যাল বিভাগ তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। ক্লাবের পুষ্টিবিদরা ইয়ামালের সাহরি ও ইফতারের মেন্যু ঠিক করে দিচ্ছেন। এছাড়া ম্যাচের দিন ইফতারের সময়সূচির দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
বার্সেলোনায় এর আগেও ফ্র্যাংক কেসি ও ওসমান ডেম্বেলের মতো খেলোয়াড়রা রমজান মাসে রোজা রেখে মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাই ক্লাবে এই প্রসঙ্গে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই। তবে চলতি মাসে ইয়ামাল বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লা মাসিয়া ত্যাগ করে তার দাদি ফাতিমা ও চাচা আব্দুলের বাড়িতে অবস্থান করছেন। সেখানেই তার জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।
আজ রাতে বেনফিকার বিপক্ষে বার্সেলোনার ম্যাচেও ইয়ামালের রোজা ও ইফতারের বিষয়টি মাথায় রাখা হয়েছে। ম্যাচের শুরুর একাদশে থাকলে তাকে রোজা রেখেই মাঠে নামতে হবে এবং ম্যাচের মাঝেই ইফতার করতে হবে। তবে ক্লাবের পক্ষ থেকে তার স্বাস্থ্য ও পারফরম্যান্সের দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে বলে জানা গেছে।
লামিনে ইয়ামালের এই অধ্যবসায় ও ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বার্সেলোনা ক্লাবের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। রমজান মাসে রোজা রেখেও তিনি মাঠে তার সেরা পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই তরুণ তারকা ইতিমধ্যেই ফুটবল বিশ্বে আলোচিত নাম হয়ে উঠেছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: