আজ নিজেই তাঁর বিয়ের খবর জানিয়ে রিশাদ ফেসবুকে লিখেছেন, ‘বিয়ে করলাম! একটি আনন্দের খবর জানাতে পেরে আমি শিহরিত, গাঁটছড়া বেঁধেছি। আমাদের ভবিষ্যৎ ভরে যাক ভালোবাসা, আনন্দ আর সীমাহীন আশীর্বাদে।’
নিউজ ডেস্ক: আজ নিজেই তাঁর বিয়ের খবর জানিয়ে রিশাদ ফেসবুকে লিখেছেন, ‘বিয়ে করলাম! একটি আনন্দের খবর জানাতে পেরে আমি শিহরিত, গাঁটছড়া বেঁধেছি। আমাদের ভবিষ্যৎ ভরে যাক ভালোবাসা, আনন্দ আর সীমাহীন আশীর্বাদে।’
জানা গেছে রিশাদের সদ্য বিবাহিত স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তিনি নীলফামারী সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। বাড়ি পাশের ইটাখোলা ইউনিয়নে। পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরের ১৩ জুলাইয়ে। আজ ছিল কন্যা-সম্প্রদানের দিন। কাল নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনে হবে রিশাদের বউ ভাত।
গত ছয় মাসে রিশাদের হাত ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ঘুচিয়েছে একজন লেগ স্পিনারের হাহাকার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে ৭ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট। নিজের এই সুসময়ে তিনি জীবনের আরেকটি সুখবর দিলেন ভক্তদের।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: