[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বড় পরিবর্তন! বাদ যাচ্ছে ওয়ানডে, সব ম্যাচ টি-টোয়েন্টিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১৪:২৭

সংগৃহিত ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের তারকারা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত। তবে শীঘ্রই তাদের ফোকাস শিফট হতে চলেছে আন্তর্জাতিক অঙ্গনে।

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন সিরিজ নিয়ে চাঞ্চল্যকর খবর আসছে। 

প্রাথমিকভাবে ওয়ানডে ফরম্যাটে খেলার কথা থাকলেও, এখন সব ম্যাচ টি-টোয়েন্টিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৮ ম্যাচের সিরিজটি এখন পুরোপুরি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন। 

বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক ইতিমধ্যে নিশ্চিত করেছেন, "প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। বাকি তিন ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে।" তবে সূত্রমতে, শেষ পর্যন্ত সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের সম্ভাবনা প্রবল। 

এদিকে, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি বর্তমানে শূন্য। কে হবেন নতুন অধিনায়ক? এই প্রশ্নের উত্তর শীঘ্রই জানা যাবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর