[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মাঠেই হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৩:৫৭

সংগৃহিত ছবি

বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। তবে ম্যাচ শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

প্রাথমিকভাবে তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার আনার চেষ্টা করা হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় বিকেএসপির পাশে অবস্থিত ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।  

ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সাথে যোগাযোগ করে তামিমের অবস্থা জানতে চাওয়া হলে তিনি ঢাকা পোস্টকে জানান, "তামিম ইকবাল বর্তমানে ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা গুরুতর।"  

গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে ডিপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর আগে টসের সময়ই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সূত্রমতে, টসের সময় থেকেই তিনি অসুস্থ দেখাচ্ছিলেন। এরপরই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।  

তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকে নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করেছে। এদিকে, তামিমের পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছেছেন। তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী ইতোমধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিসিবির পরিচালকরা মিরপুর থেকে হাসপাতালে গিয়েছেন তামিমের অবস্থা দেখতে।  

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও জনপ্রিয় খেলোয়াড়। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এই আকস্মিক অসুস্থতা নিয়ে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, তামিমের অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকরা তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর