গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন" কর্তৃক জেসা প্রিমিয়ার লিগ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় মাঠে জেসা প্রিমিয়ার লিগ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে এসএসসি ২০১৭ ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (জেসা) কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে এসএসসি ২০১১, ২০১২, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২০, ২০২১ এবং ২০২৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মোট ৮টি দল অংশ নিয়েছে।
২৭ মার্চ শুরু হওয়া এই ক্রিকেট টুর্নামেন্ট ২৯ মার্চ ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: