[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন উমর গুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ১৬:৪১

ফাইল ছবি

অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর গত বছর বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস। ২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় বোর্ড। তাই নতুন বোলিং কোচ নিয়োগের ভাবনা রয়েছে বিসিবির মধ্যে।

এই প্রেক্ষাপটে বিসিবির পছন্দের তালিকায় উঠে এসেছে পাকিস্তানের সাবেক পেসার উমর গুলের নাম। বিষয়টি গুল নিজেই নিশ্চিত করেছেন ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে।

উমর গুল বলেন, "আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। সব কিছু নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্ত ও পারস্পরিক শর্তাবলীর ওপর।"

বোলিং কোচের দৌড়ে গুল ছাড়াও বিবেচনায় রয়েছেন আরও কয়েকজন অভিজ্ঞ কোচ। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট, বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন।

উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উমর গুল ইতোমধ্যেই কোচ হিসেবে দক্ষতা প্রমাণ করেছেন। তিনি কোচিং করিয়েছেন পাকিস্তান সুপার লিগের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আফগানিস্তান জাতীয় দল এবং পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং বিভাগে।

এদিকে প্রধান কোচ ফিল সিমন্সকে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। পাশাপাশি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের পুনঃনিয়োগও মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বোর্ড সূত্র।

বাংলাদেশ দলের কোচিং স্টাফে এ পরিবর্তন কতটা কার্যকর হবে, তা ভবিষ্যতেই পরিষ্কার হবে। তবে পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে বিসিবির এমন পদক্ষেপ ইতিবাচক বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর