ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার খবর—পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরের শুরুতেই ছিটকে গেলেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকলেও, আঙুলে চোট পেয়ে পুরো আসর থেকেই ছিটকে গেছেন তিনি।
গত ৯ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন লিটন। করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল তার, যা হতে পারত নিজের ফর্মে ফেরার একটি ভালো সুযোগ। তবে অনুশীলনের সময় হঠাৎ পাওয়া ইনজুরিতে সে সুযোগ হারিয়ে গেল।
আঙুলে চোট পেয়ে তাৎক্ষণিকভাবে স্ক্যান করালে জানা যায়, আঙুলে ফ্র্যাকচার হয়েছে লিটনের। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে পিএসএলের চলতি আসরে আর খেলার কোনো সুযোগ থাকছে না তার।
লিটন দাস নিজেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন,
“করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।”
লিটনের দল করাচি কিংস আজ শনিবার রাতেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। কিন্তু সেই ম্যাচের আগেই তাকে দেশে ফিরে আসতে হচ্ছে।
উল্লেখ্য, এবারের পিএসএলে বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার দল পেয়েছেন। লিটন দাস ছাড়াও লাহোর কালান্দার্সে রয়েছেন রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ রানা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: