[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

স্কটল্যান্ডকে হারিয়ে আবারও রেকর্ড গড়লো বাংলাদেশ নারী দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ২২:৪৯

সংগৃহিত ছবি

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে ২৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এটি ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নারী দলের সর্বোচ্চ দলীয় রান।

এর আগে মাত্র চারদিন আগেই থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে আগের রেকর্ড (২৫২ রান, আয়ারল্যান্ডের বিপক্ষে) ভেঙেছিল তারা। এবার নিজেদের সেই রেকর্ডও ছাড়িয়ে গেলো নিগার সুলতানাদের দল।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫৯ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ফারজানা হক ও শারমিন আক্তার দুজনই করেন সমান ৫৭ রান। শেষদিকে ফাহিমা খাতুনের ২২ বলে ২৬ রান দলীয় সংগ্রহে মূল্যবান অবদান রাখে।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান করে। ১১০ রানে ৭ উইকেট হারানো স্কটিশরা পরে প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাসেল স্লেটারের ১১৫ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে। দুজনই ফিফটি হাঁকান—চ্যাটার্জি করেন ৬৩ বলে ৬১ এবং স্লেটার ৭৩ বলে ৬১ রান। তবে শেষদিকে নাহিদা আক্তারের দারুণ বোলিংয়ে তারা ম্যাচে ফিরতে পারেনি।

নাহিদা আক্তার ৪০ রানে ৪ উইকেট শিকার করে ছিলেন দলের সেরা বোলার। শেষ ওভারে টানা দুই বলে চ্যাটার্জি ও স্লেটারকে আউট করে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

৩৪ রানে ম্যাচ জিতে বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে এই জয় বড় এক আত্মবিশ্বাসের উৎস হয়ে থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর