[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ দলের কোচের চাকরি থেকে সময়ের আগেই বিদায় নিতে হবে এই শ্রীলঙ্কানকে।

লঙ্কান কোচের বিদায় চ্যাম্পিয়নস ট্রফির আগেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৪, ২২:৫৫

ফাইল ছবি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ১১ পরিচালকই একমত হয়েছেন-হাথুরুসিংহেকে যত দ্রুত সম্ভব বিদায় করে দেওয়া উচিত, প্রয়োজনে সেটা ক্ষতিপূরণ দিয়ে হলেও।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে থাকার কথা হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের। তবে অবস্থা দেখে মনে হচ্ছে, বাংলাদেশ দলের কোচের চাকরি থেকে এর আগেই বিদায় নিতে হবে এই শ্রীলঙ্কানকে।

ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ১১ পরিচালকই একমত হয়েছেন-হাথুরুসিংহেকে যত দ্রুত সম্ভব বিদায় করে দেওয়া উচিত, প্রয়োজনে সেটা ক্ষতিপূরণ দিয়ে হলেও। চাকুরির শর্ত অনুযায়ী চুক্তির আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে হাথুরুসিংহেকে তিন মাসের বেতন দিতে হবে। বিসিবির কাছ থেকে তিনি প্রতি মাসে পান ২৫ হাজার ডলার। এর বাইরে তাঁর ৩০ শতাংশ আয়করও দেয় বিসিবি।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘টেস্ট ম্যাচের (চলতি পাকিস্তান সিরিজ) মাঝে কিছু করতে চাই না, এখন সফরের মাঝখানে। বোর্ড প্রধান হয়ে আপনি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিসে যাতে সমস্যা না হয়।’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘তার মানে এই না যে কোন সময়ই করতে পারব না।’ এ ব্যাপারে সবার মতামত নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর