[email protected] রবিবার, ১৭ আগস্ট ২০২৫
২ ভাদ্র ১৪৩২

বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৪:০২

সংগৃহিত ছবি

আসন্ন এশিয়া কাপ ও আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষিত এ স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

গেল জুলাইয়ে বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছিলেন, এশিয়া কাপের দলে বাবর-রিজওয়ানকে বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের ছাড়াই দল সাজিয়েছে পিসিবি।

শারজায় ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। উভয় টুর্নামেন্টের জন্য একই স্কোয়াড চূড়ান্ত করেছে পিসিবি।

দলের নেতৃত্বে রয়েছেন অলরাউন্ডার সালমান আলি আগা। দলে রয়েছেন অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। সুযোগ পেয়েছেন তরুণ সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফরম্যান্স করা ৩১ বছর বয়সী পেসার সালমান মির্জাকেও স্কোয়াডে রেখেছে পিসিবি। স্কোয়াড ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন জানান, “বাংলাদেশ সফরে দারুণ বোলিং করায় আমরা সালমান মির্জাকে রেখেছি। তিন ম্যাচে সে ৭ উইকেট নিয়েছে মাত্র ৫.২১ ইকোনমি রেটে।”

পাকিস্তান স্কোয়াড – এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ ২০২৫:

সালমান আলি আগা (অধিনায়ক)

আবরার আহমেদ

ফাহিম আশরাফ

ফখর জামান

হ্যারিস রউফ

হাসান আলি

হাসান নওয়াজ

হুসেইন তালাত

খুশদিল শাহ

মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)

মোহাম্মদ নওয়াজ

মোহাম্মদ ওয়াসিম জুনিয়র

সাহিবজাদা ফারহান

সাইম আইয়ুব

সালমান মির্জা

শাহিন শাহ আফ্রিদি

সুফিয়ান মুকিম

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি নিয়ে পাকিস্তান ক্রিকেটে আলোচনা চলছে। নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দলটি কেমন পারফরম্যান্স দেখায়, সেটাই এখন দেখার বিষয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর