এশিয়া কাপ ক্রিকেটে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-২০ ফরম্যাটের এই লড়াই। টস হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
দুদলই ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ভারত জিতেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর পাকিস্তান জয় পেয়েছে ওমানের বিরুদ্ধে। ফলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দুই দল।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই হয়েছে মোট ১৮ বার। ভারত জিতেছে ১০ ম্যাচে, পাকিস্তান ৬টিতে এবং ২ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। টি-২০ এশিয়া কাপে মুখোমুখি তিন লড়াইয়ে ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে। আর আন্তর্জাতিক টি-২০ তে মোট ১৩ বার দেখা হয়েছে দুই দলের, যেখানে ভারত জিতেছে ১০ ম্যাচে এবং পাকিস্তান ৩টিতে।
ভারতের বোলিং আক্রমণে কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা আছেন সামনে। আরব আমিরাতের বিপক্ষে কুলদীপের দুর্দান্ত পাঁচ উইকেট ভারতের জয়ের পথ তৈরি করে দেয়। ব্যাটিংয়ে ভরসা অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমন গিল, অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার ওপর।
অন্যদিকে পাকিস্তান ভরসা রাখছে পেসার শাহিন আফ্রিদি ও স্পিনার আবরার আহমেদের ওপর। ব্যাটিংয়ে দায়িত্ব থাকবে তরুণ সাইম আয়ুব ও অভিজ্ঞ ফখর জামানের কাঁধে। পাশাপাশি প্রথম ম্যাচে নজরকাড়া ব্যাটিং করা মহম্মদ হ্যারিসও ভারতীয় বোলারদের চাপে রাখতে মুখিয়ে আছেন।
আজকের ম্যাচ কেবল গ্রুপপর্বের লড়াই নয়, বরং ঐতিহাসিক ভারত-পাকিস্তান দ্বৈরথের আরেকটি অধ্যায়। রেকর্ডে এগিয়ে থাকলেও পাকিস্তান ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। ফলে দুবাই স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন এশিয়া কাপের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: