[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

ভারত ক্রিকেটকে অসম্মান করছে: পাকিস্তান অধিনায়ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪

সংগৃহিত ছবি

এশিয়া কাপের ফাইনালের পর এসিসি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি না নেওয়ায় ভারতের আচরণকে ‘ক্রিকেটের প্রতি অসম্মানজনক’ বলে সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও এসিসি সভাপতি ও পাকিস্তানের মাহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, “ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। আমাদের সঙ্গে করমর্দন না করে তারা শুধু পাকিস্তানকেই নয়, ক্রিকেটকেও অসম্মান করেছে। ভালো দলগুলো এভাবে আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।”

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে সূর্যকুমার যাদব তার সঙ্গে করমর্দন করেছিলেন, তবে ক্যামেরার সামনে তা করতে দেখা যায়নি। আগার দাবি, “তিনি নির্দেশ মেনে চলেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে হলে তিনি অবশ্যই হাত মেলাতেন।”

এ সময় পাকিস্তান অধিনায়ক যোগ করেন, “এভাবে করমর্দন এড়িয়ে যাওয়া ক্রিকেটের চেতনার পরিপন্থী। যদি ট্রফি নিতেই না চাও, তবে শিরোপা জিতবে কিভাবে? তরুণ প্রজন্ম আমাদের দেখে শিখে, তাই এমন আচরণ তাদের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে।”

টুর্নামেন্টে টস, ম্যাচ শেষে কিংবা ফাইনালের পর—কোনো সময়েই দুই দলের খেলোয়াড়রা করমর্দনে অংশ নেননি। ভারতীয়দের এ ধরনের আচরণকে ‘খুবই খারাপ দৃষ্টান্ত’ বলে আখ্যায়িত করেন পাকিস্তান অধিনায়ক।

সালমান আগা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না, কারণ এটি ক্রিকেটের জন্য ক্ষতিকর।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর