উজ্জীবিত পারফরম্যান্সে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আবার হারিয়ে অবিস্মরণীয় সিরিজ জয়ের আনন্দে মাতল আইসিসির সহযোগী দেশ নেপাল। সোমবার (২৯ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা জয় পায় ৯০ রানের বিশাল ব্যবধানে।
প্রথমে ব্যাট করে নেপাল তোলে ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল নেপাল। এটি টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে সহযোগী দেশের মধ্যে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ল নেপাল। ২০১৬ সালে একই ভেন্যুতে আফগানিস্তানের ৮১ রানের জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছিল আগের রেকর্ড।
ব্যাট হাতে নেপালের আসিফ শেখ খেলেন ৪৭ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস, যেখানে ছিল ৮ চার ও ২ ছক্কা। তার সঙ্গে ঝড়ো ব্যাটিং করেন জরা—৩৯ বলে ৬৩ রান, ৫ ছক্কা ও ৩ চারে সাজানো। এই জুটিতেই আসে ১০০ রানের পার্টনারশিপ।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং একেবারেই ব্যর্থ হয়। প্রথম ৫ ওভারে করতে পারে মাত্র ৭ রান, প্রথম বাউন্ডারি আসে ৩৪তম বলে। জেসন হোল্ডার দলের সর্বোচ্চ ২১ রান করেন। নেপালের মোহাম্মাদ আদিল ৪ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট। কুশাল ভুর্তেলও ছিলেন দুর্দান্ত, ২.১ ওভারে মাত্র ১৬ রানে তুলে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল: ২০ ওভারে ১৭৩/৬ (আসিফ ৬৮*, জরা ৬৩; আকিল ২ উইকেট)
ওয়েস্ট ইন্ডিজ: ১৭.১ ওভারে ৮৩ (হোল্ডার ২১; আদিল ৪/২৪, ভুর্তেল ৩/১৬)
ফল: নেপাল ৯০ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচে ২-০তে নেপাল এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ: আসিফ শেখ
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একই মাঠে সিরিজের শেষ ম্যাচে নেপালের সামনে সুযোগ ইতিহাস গড়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করার, আর ওয়েস্ট ইন্ডিজের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: